ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

জনপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৬:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করে আরটিভিকে বলেন, সাঙ্কু পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

তার মরদেহ পিজি হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ, রুপগঞ্জ মাসুমাবাদ তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় জানাজা শেষে দাফন সম্পূর্ণ করা হবে। জন্মসূত্রে গ্রামের বাড়ি ময়মনসিংহ। তার দুই মেয়ে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য ছিলেন।

১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। তিনি প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

আরটিভি/এএ-টি 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |